পুলিশসহ চাঁদপুরে ৩০ জনের করোনা শনাক্ত
হাজীগঞ্জ থানার এএস আই মমিন করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুর আইসোলেশনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। করোনা দুর্যোগ ও লকডাউনে দায়িত্বের বাহিরেও হাজীগঞ্জের মানুষের জানমালের নিরাপত্তায় নিবেদিত হয়ে কাজ করেছেন তিনি। এএস আই মমিন সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
এদিকে চাঁদপুর জেলায় আরও ৩০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জের ৫৪ বছর বয়সী মৃত কামরুন্নাহারের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন। ১৮ জুলাই শুক্রবার জেলায় ৫৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৩০ জন পজেটিভ আর নেগেটিভ রিপোর্ট আসে ২৯ জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৫২ জন।
এছাড়া শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৮০৫ জন। আর মারা গেছেন ৬৭ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, শনিবার জেলায় রিপোর্ট ৫৯ জনের মধ্যে ৩০জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তরে ৭ জন, মতলব দক্ষিণে ১, ফরিদগঞ্জে ১ জন, হাজীগঞ্জে মৃত একজনসহ ৬ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৩ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৫৪৮, হাইমচরে ১১২, মতলব উত্তরে ১০১, মতলব দক্ষিণে ১৬৬, ফরিদগঞ্জে ১৭২, হাজীগঞ্জে ১৪১, কচুয়া ৬৪ ও শাহরাস্তি ১৪৮ জন।