হাজীগঞ্জে এক নারী আক্রান্ত, বাড়ী লকডাউন
#পপুলার বিডনিউজ রিপোর্ট
হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ চল্লিশ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫ জন।
দুপুরে ট্রাকরোডস্থ ওই বাড়ীটি লকডাউন করেছেন প্রশাসন ও কাউন্সিলর লিটন চন্দ্র সাহা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোয়েব আহম্মেদ হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত একজন নারীর বিষয়টি পপুলার বিডনিউজ ডটকমকে নিশ্চিত করেন।
শুক্রবার জেলার মোট ৪০ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১জন পজেটিভ, ৩৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ। ৬৫ জনের মধ্যে মৃত ৪জন, সুস্থ হয়েছেন ১৪জন। বাকীরা চিকিৎসাধীন।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৭, ফরিদগঞ্জে ৭, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৩ জন, কচুয়ায় ৩, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২জন।