চাঁদপুরে নতুন ৩২ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে নতুন করে আরও ৩২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ৩২জনসহ জেলায় করোনায় আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৩৫জন। সুস্থ্য হয়েছেন ৩৪৯জন।
শনিবার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১২০টি। এর মধ্যে পজিটিভ ৩২টি নেগেটিভ ৮৮টি।
নতুন করে আক্রান্ত ৩২ জনের মধ্যে চাঁদপুর সদরে ১০জন, মতলব দক্ষিণে ৪জন, ফরিদগঞ্জে ৯জন, হাজীগঞ্জে ৪জন, কচুয়া ৩জন, শাহরাস্তি ২জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখওয়াত উল্লাহ জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১০৩৫জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪১৪, হাইমচরে ৭৭, মতলব উত্তর ৭০, মতলব দক্ষিণ ১১৩, ফরিদগঞ্জ ১১০, হাজীগঞ্জ ১০১, কচুয়া ৪৬, শাহরাস্তি ১০৪জন।
তিনি আরও জানান, আজকে পর্যন্ত করোনায় মৃত্যু ৬২জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৮, ফরিদগঞ্জ ৭, হাজীগঞ্জ ১৬, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তর ৮ ও মতলব দক্ষিণ ৩জন ও হাইমচরে ১জন।