মধ্যবিত্ত্বের পিঠ দেয়ালে ঠেকে গেছে

মিজানুর রহমান রানা
আপডেটঃ জুন ২৭, ২০২০ | ১০:০০
মিজানুর রহমান রানা
আপডেটঃ জুন ২৭, ২০২০ | ১০:০০
Link Copied!

‘এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি’। বর্তমান দেশের মধ্যবিত্ত্ব প্রসঙ্গে রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’ কবিতার অংশ বিশেষ আজ বেশি মনে পড়ে।

কাঙালের ধনরাশি শোষণ করে যাদের কোষাগারে বিপুল পরিমাণ ধন জমা আছে তারা আজ ধনী। তাদের কোনো চিন্তা নেই। সুইস ব্যাংকে অগণিত টাকা, স্বর্ণের বার জমা আছে। মধ্যবিত্ত্ব আজ করোনার কবলে পড়ে কাঙালি সেজে বসে আছে। তারা না পারে কারো কাছে চাইতে, না পারে মুখ ফুটে বলতে।

মধ্যবিত্ত্ব অনেক পরিবারই আছে, যারা এখন সংসার চালাতেই পারছে না। দু’কুল সামলানো তাদের দায় হয়ে পড়েছে। চোখে সর্ষেফুল। ভাঙে হৃদয়ের দু’কুল। চোখে অমানিশার অন্ধকার। চারদিকে হাহাকার। নেই কেউ সামলাবার।

বিজ্ঞাপন

পরিবারের কর্তাব্যক্তি কারখানায় চাকুরি করতেন। মাসে আট হাজার বা দশ হাজার টাকা পেতেন। মাস শেষে বেতন পেয়ে সংসারের হাল ধরতেন। মা, বাবা, স্ত্রী, ছেলেমেয়ের ভরণপোষণ চালাতেন, এখন কারখানা বন্ধ। কাজ বন্ধ। বেতন বন্ধ। হায়, তিনি এখন ‘নিধিরাম সর্দার’ হয়ে বসে আছেন।

আর কতকাল, সময় যে শেষ হচ্ছে না। কবে কাটবে এ ঘোর অন্ধকার। হৃদয়ের হাহাকার। মনুষ্যত্বের জট খুলবে কবে?

একদিকে পেটের মধ্যে চামচিকার কামড়ানি, অন্যদিকে ওঁৎ পেতে আছে মৃত্যু। চারদিকে মৃত্যুর মিছিল। তবুও ধীর পদক্ষেপে এগোয়, শীতল চাহনি।

বিজ্ঞাপন

হায়, সময় যে আজ স্থির। কিংকর্তব্যবিমূঢ়। হতাশার চোখ, আশায় বাঁধে বুক। হয়তো সহসাই আসবে আলোর ঝলকানি।

মধ্যবিত্ত্ব সেই আশায় বুক বাঁধে।

লেখক পরিচিতি :
মিজানুর রহমান রানা
সম্পাদক, প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আলোচিত সেফুদার ভাই পানিতে ডুবে মারা গেছেন হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন মৎস্য চাষীকে  পোনা মাছ বিতরণ চাঁদপুরে পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সভা ফিনল্যান্ড কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ? সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক চাঁদপুরে ৯ লাখ ১ হাজার মিটার জালসহ ২৭ জেলে আটক হাজীগঞ্জে আইদি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে তিন ভারতীয় আটক ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে শতাধিক শিক্ষার্থী ছাত্র আন্দোলনে নিহত-আহতদের যথাযথ ক্ষতিপূরণ কেন নয়? রাষ্ট্রপতির ‘সম্ভাব্য বিদায়’ নিয়ে কী ঘটছে কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  কবি জীবনানন্দ দাশ স্মরণে চাঁদপুর লেখক পরিষদের সাহিত্যপাঠ ও আলোচনা তিন বছর পর ১ ভোটে পরাজিত প্রার্থী ৩ ভোটে জয়ী শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে আসামীর মৃত্যু চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দেশের অর্থনীতিতে চাঁদপুরের চার তারুণ্যের অবদান: আস্থা গ্রুপের সাফল্য জুলাই-আগস্টে হতাহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চায় হাইকোর্ট পদ ছাড়তে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম