ক্যান্সারের সাথে ঝুপড়ি ঘরে কাতরাচ্ছেন আবুল বাসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৩, ২০২০ | ৮:৪৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৩, ২০২০ | ৮:৪৯
Link Copied!

আছে ঝুপড়ি ঘর। সেখানে বসবাস। দুই বছর ধরে শরীরে মরণব্যাধি ক্যান্সার। বয়স ৬০ উর্ধ্বো। নাম আবুল বাসার। করছেন মানবেতর জীবন-যাপন। প্রয়োজন সামর্থ্যবানদের সহযোগিতা।

তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুরে ছকিদার বাড়ির বাসিন্দা। সম্পদ সংকুলান না হওয়ায় থাকছেন শ্বশুরালয়ের ঝুপড়ি ঘরে। আর এই ঝুপড়ি ঘরে সঙ্গী স্ত্রী হনুফা বেগম।

মানুষের মৌলিক চাহিদার খাদ্য, বাসস্থান আর চিকিৎসা। কোনোটির প্রতিকুলে নেই আবুল বাসার। কর্ম ছেড়েছন অনেক আগেই। মাঝে মাঝে না খেয়েও থাকেন। আর শরীরের ব্যাথায় প্রতিনিয়ত চিৎকার চেচামেছিতে কাটে তার দিনক্ষণ।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন। যে ঘরের নাই দরজা-জানালা। কোনমতে প্লাস্টিকের কাগজ দিয়ে মোড়িয়ে তৈরী করা ঘরে দিনগুলো কাটছে তার। রোদ- বৃষ্টি দুই আবহাওয়াকে ভালোবেসেই তার দিনাতিপাত।

জানা গেছে, এক মাত্র ছেলে আবিদ। বিয়ে করে নিজের ভিটিতে সন্তান-স্ত্রী নিয়ে বসবাস। ছেলে দিনমজুর।

আবুল বাসারের ভাই আবুল খায়ের। তিনি জানান, আমরা গরীর খেতেই পাইনা। চিকিৎসা কিভাবে করাবো। মানুষে কিছু দিলে দুই একটা ওষুধ এনে দেই।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি জানি সে ক্যান্সার আক্রান্ত। কিন্তু তার জন্য কিছু করতে পারিনি।

আবুল বাসারের স্ত্রী হনুফা বেগম বলেন, আমরা চিকিৎসা খরচের জন্য উপজেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা দপ্তরে আবেদন করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস