চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৪ | ২:০৭
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৪ | ২:০৭
Link Copied!
 চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে আহত মো. ইমরান হোসেন (২২) চিকিসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রবিবার রাতে রাত মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেন।
রোববার বিকেলে ওই সড়কে শহরের সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহেল খানের মৃত্যু হয়।

নিহত সোহেল খান (২৩) জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ীর আনোয়ার খানের ছেলে এবং ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।

নিহত সোহেলের বন্ধু মো. ফাহাদ জানায়, তারা দুজনে বিকেলে বাড়ি থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টেকনিক্যাল স্কুলের সামনে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি ভ্যান গাড়ীর সাথে ধাক্কা লাগে এবং বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দুরে ছিটকে গিয়ে বিদ্যুতের খুটির সাথে লেগে উল্টে পড়ে। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয় এবং সাথে থাকা আরোহী ইমরান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

সেকদী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম খান বলেন, দুই বন্ধু একসাথে ঘুরতে যায়। রাতে সোহলের দাফন আর সকালে েইমরানের দাফন সম্পন্ন হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, বাইকার সোহেলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আর আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে বাইকটি জব্দ করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
আওয়ামীলীগকে ফিরে আসতে দেয়া হবে না: মাহফুজ আলম জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে: মোবারক হোসাইন মাজারে হামলায় জড়িতদের গ্রেফতার ও পুন:সংস্কারের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী দেশ থেকে চুরি করা টাকা দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন হাসিনা: সারজিস আলম উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান হাজীগঞ্জে মোহাম্মদপুর প্রিমিয়ার লীগ শট রাউন্ডরি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত এমন ম্যারাথন আর দেখেনি শাহরাস্তিবাসী চাঁদপুরে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৭ লেখক ইজতেমার সঙ্গে সমন্বয় করে ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন ৬০ হাজার টিসিবির কার্ড বাতিল করলো বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর এক–এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর