চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু
নিহত সোহেল খান (২৩) জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ীর আনোয়ার খানের ছেলে এবং ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।
নিহত সোহেলের বন্ধু মো. ফাহাদ জানায়, তারা দুজনে বিকেলে বাড়ি থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টেকনিক্যাল স্কুলের সামনে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি ভ্যান গাড়ীর সাথে ধাক্কা লাগে এবং বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দুরে ছিটকে গিয়ে বিদ্যুতের খুটির সাথে লেগে উল্টে পড়ে। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয় এবং সাথে থাকা আরোহী ইমরান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, বাইকার সোহেলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আর আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে বাইকটি জব্দ করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।