কচুয়ায় ৫৮১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
কচুয়া উপজেলায় অভিযানে ৫৮১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, কচুয়া উত্তর বাজার ও পলাশপুর এলাকায় অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানে থেকে ৫শ ৮১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।