ডিম ছাড়ার পরের ইলিশ নিয়ে চলছে গবেষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৫:২৫
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৫:২৫
Link Copied!

প্রজননের জন্য সাগর থেকে নদীতে আসা ইলিশ নিয়ে প্রতিবছরই গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। আর এই কাজটি করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের গবেষকরা। 

এ বছরও পদ্মা-মেঘনা নদীতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন জেলার প্রায় ৭০ কিলোমিটার নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হয়েছে রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে। এখন চলছে ইলিশ গবেষণা কার্যক্রম।

সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টায় সদর উপজেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন মাছের আড়তে ডিম ছেড়ে দেওয়া ইলিশের পরিমাপ করতে দেখা যায় মৎস্য বৈজ্ঞানিক ও একজন গবেষণা সহকারীকে।

বিজ্ঞাপন

এই আড়তে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরে সরাসরি নিয়ে আসে আড়তে। যে কারণে ইলিশের প্রকৃত অবস্থান জানার জন্য এই আড়ৎকে উপযুক্ত স্থান হিসেবে নির্ধারণ করেছেন মৎস্য গবেষকরা। এই ঘাটে প্রায় ১০টি আড়তে ইলিশ বিক্রি হয়। জেলেদের ধরে আনা ছোট, মাঝারি ও বড় সাইজের ইলিশের দৈর্ঘ্য, প্রস্থ, ওজন পরিমাপ করেন তারা। কি পরিমাণ ইলিশ ডিম ছেড়েছে, কি পরিমাণ ডিমসহ ধরা পড়ছে, ছোট সাইজের ইলিশ ডিম ছাড়ছে কিনা তা জরিপ করা হচ্ছে।

হরিণা মাছঘাটে প্রায় এক ঘণ্টা ইলিশের গবেষণা কার্যক্রম পরিচালনা করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের  মৎস্য বৈজ্ঞানিক রিজভী কায়সার ও গবেষণা সহকারী আব্দুস সালাম।

জানা গেছে, প্রতিবছর এই সময়ে জেলার মতলব উত্তর উপজেলা থেকে শুরু করে সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় এলাকার আড়ৎগুলোতে এই জরিপ কার্যক্রম চলে। গবেষণার জন্য নিষেধাজ্ঞার সময় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষকরা তাদের নিজস্ব জাহাজে করে অভয়াশ্রম এলাকায় নিজস্ব মাছ ধরার ফাঁদ দিয়ে ইলিশ ধরে গবেষণা কার্যক্রম করেন।

বিজ্ঞাপন

মৎস্য বৈজ্ঞানিক রিজভী কায়সার বলেন, আজকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র, হরিণা ফেরিঘাট ও হাইমচরের কয়েকটি আড়তে ইলিশের অবস্থান সম্পর্কে জরিপ করা হচ্ছে। আমাদের এই কাজের ফলাফল সম্পর্কে বক্তব্য দেওয়ার অনুমতি নেই। তবে এই কার্যক্রমের ফলাফল আমাদের প্রধান মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মন্ত্রণালয়ে প্রতিবেদন আকারে পাঠাবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তৃণমূলের কর্মীরাই বিএনপি’র অমূল্য সম্পদ: শরীফ মো. ইউনুস শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক, চালকদের সাথে পুলিশের  মতবিনিময় ফরিদগঞ্জের শাশিয়ালী মাদ্রাসার ৯৬তম বার্ষিক মাহফিল চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো ফরিদগঞ্জে আকস্মিক আগুনে পুড়লো বসতঘর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় বাংলাদেশের মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু