চাঁদপুরে ৩০ বছর পর পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এসবি খাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২, ২০২৪ | ৪:৪২
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২, ২০২৪ | ৪:৪২
Link Copied!
দীর্ঘ ৩০ বছর পরে চাঁদপুর শহরের অতিগুরুত্বপূর্ণ এসবি খাল পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রত্যেক জেলায় একটি খাল পরিস্কার ও পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি নির্ধারণ করা হয়।

শনিবার সকালে খালটির শহরের মুন্সেফপাড়া এলাকা অংশে পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ প্রায় দেড় শতাধিক লোক অংশগ্রহণ করে।

পরিচ্ছন্নকাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেব সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এই সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এই কাজে তাদের সংগঠনের ৪৫জন সদস্য অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, এই খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সাথে এবং আরেক অংশ ছিলো ডাকাতিয়া নদীর সাথে। মেঘনা নদীর অংশ ভরাট হয়েগেছে। ডাকাতিয়া নদীর অংশ আমরা কাজ শুরু করেছি। কাজে এসে কেউ অসুস্থ্য হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিব। আমাদের কাজের সার্বিক নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন।

বিডি ক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিস্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ রাখার জন্য আমাদের সদস্যরা এই পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে।

পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারাদেশে একটি করে খাল পরিস্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটিকে নির্ধারণ করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিস্কার করা হবে। আগামীতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তৃণমূলের কর্মীরাই বিএনপি’র অমূল্য সম্পদ: শরীফ মো. ইউনুস শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক, চালকদের সাথে পুলিশের  মতবিনিময় ফরিদগঞ্জের শাশিয়ালী মাদ্রাসার ৯৬তম বার্ষিক মাহফিল চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো ফরিদগঞ্জে আকস্মিক আগুনে পুড়লো বসতঘর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় বাংলাদেশের মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু