হাজীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
রোববার সকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ নং সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী কর্মকর্তা জাকির হোসেন, ইউপি সচিব তপন ভৌমিক প্রমূখ।
এ সময় হাজীগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনের বিষয়ে ইউনিয়নের সচিবদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে কোন ধরনের জটিলতাও হয়রানির স্বীকার না করার জন্য বিশেষ পরামর্শ দেয়া হয়। পরে হাজীগঞ্জ উপজেলা চত্বরে একটি র্যালী বের করা হয়।