হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাসুদ (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত মাসুদ ইউনিয়নের ১নং ওয়ার্ড জয়শোরা বেপারী বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা মো. মাকছুদ হোসাইন জানান, মাসুদ দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রী কাজ করেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে কাজে গেলে বিদ্যুতের তারের সাথে শরীরের অংশ স্পর্শ হয়। তখনই বিদ্যুতায়িত হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।