হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা আরিফ হোসেন, সহকারি কমিশনার (ভুমি) রিফাত জাহান, ওসি মহিন উদ্দিন ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, রুহিদাস বনিক প্রমূখ।
সভায় হয়েছে পুজা চলাকালে সংখ্যক পুলিশ আনসার গোয়েন্দা সদস্য উপস্থিত থাকবেন। মন্ডপ গুলোতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিশেষ প্রয়োজনের সেনাবাহিনী টহর থাকবে । দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা রোধে উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। পূজা মন্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা নিশ্চিত করা হবে। যানজট নিরেশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পূজা মন্ডপে যাওয়া আসার জন্য রাস্তাঘাট সংস্কার বা মেরামত করা হবে। নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। পূজা মন্ডপেরিয়ায় ডেঙ্গুপুরীর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা মন্ডপের এ সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে।