হাজীগঞ্জে শিক্ষার্থীদের বাজার মনিটরিং: ফার্মেসীতে মিললো বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষুধ
মো. হোসেন বেপারী চাঁদপুর
Link Copied!
হাজীগঞ্জ বাজারে কাঁচা বাজার, হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসী মনিটরিং করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মনিটরিং-এ হাজীগঞ্জ মডেল ফার্মা সহ পাঁচটি ফার্মেসী থেকে মেয়াদোত্তীর্ন ওষুধ উদ্ধার করে শিক্ষার্থীরা।
রোববার ও সোমবার দুই দিনে এ মনিটরিং-এ হাজীগঞ্জ মডেল ফার্মা, হাজীগঞ্জ মুন হসপিটাল, নূরে মেডিসিন কর্ণার শাহ জালাল মেমোরিয়াল হসপিটাল ও মিডওয়ে মেডিকেল সেন্টারের ফার্মেসী থেকে এসব মেয়াদোত্তীর্ন ওষুধ উদ্ধার করা হয়।
শিক্ষার্থী আবির হাসান আব্দুল্লাহ জানান, মডেল ফার্মায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়া গেছে। এছাড়া আরো চারটি ফার্মেসীতে এসব মেয়াদোত্তীর্ন ওষুধ পেয়েছি। এসব ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে। সমন্নয়কদের সীদ্ধান্ত অনুযায়ী ওষুধ গুলো ফিরিয়ে দেওয়া বা পুড়িয়ে বিনষ্ট করা হবে।
আরেক শিক্ষার্থী নিবর আহমেদ জানান, সোমবার স্টেশন রোডে মেয়াদ উত্তীর্ন ওষধ মুদি দোকান থেকে পানীয়স সব ধরনের এক লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন বেকারিতে পরিক্ষার পরিচ্ছন্যতার অভিযান করা হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাজীগঞ্জ বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে। তাদের এমন কার্যক্রমকে সাদুবাদ জানান সচেতন মহলও।