চাঁদপুরে বৃক্ষমেলার উদ্বোধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৩:০৪
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৩:০৪
Link Copied!

চাঁদপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মেলায় মোট জেলার ২২ টি স্টল অংশগ্রহণ করেন।

১৩ জুলাই (শনিবার) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

মেলার স্টলগুলোতে কয়েক জাতের আমসহ ফলজ ও বনজ গাছের ২ শতাধিক  গাছের চারা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ মোঃ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

এছাড়া দর্শনার্থী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ বৃক্ষ মেলায় ২’শ প্রজাতির অধিক ফলজ, মনোজ ও ঔষধি গাছ রয়েছে। জনগণ চাহিদা মত চারা পাবে এবং সুলভ মূল্যে তা সংগ্রহ করতে পারবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রাখার জন্য ও জীব বৈচিত্র্য কে টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরি।

ওই সময় তিনি বলেন, চাঁদপুর জেলার মধ্যে চরাঞ্চলের জমিগুলো রয়েছে সেই জমিগুলো রক্ষা করার জন্য এবং নদীর তীর রক্ষা করার জন্য নদীর তীরে অনেক পরিমাণে গাছ লাগানো দরকার।

ওই সময় তিনি জেলার মানুষকে নদীর তীরে নিজ উদ্যোগে বৃক্ষ রোপণ করার আহবান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস