মতলব উত্তরে গোপনে স্কুল ঘর বিক্রয়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৬:৪৪
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৬:৪৪
Link Copied!

মতলব উত্তরে গোপনে সরকারি প্রাথমিক স্কুলের পুরোনো টিনের ঘর বিক্রয় করার অভিযোগ উঠেছে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ সুগন্ধি গ্রামবাসী।

 

মতলব উত্তর উপজেলার সুগন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

অভিযোগ সূত্রে জানা যায়, সুগন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আগে শিক্ষার্থীদের পাঠদানের জন্য আধা পাকা টিন শেডের ক্লাসরুম তৈরি করা হয়। নতুন ভবনের কাজ শেষ হওয়ায় টিনের তৈরি ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার গোপনে এবং বিধি বহির্ভূতভাবে আধা পাকা ঘর বিক্রি করে দেন। পরে জানাজানি হলে প্রধান শিক্ষক নিজেকে বাঁচাতে কতিপয় প্রভাবশালীর যোগসাজশে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন।

 

বিজ্ঞাপন

স্কুলের পুরোনো ঢেউটিন দিয়ে আধা পাকা ঘর প্রধান শিক্ষক বিক্রি করেছেন সুগন্ধী গ্রামের মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তির কাছে। বিদ্যালয়ের পুরোনো ঘর ২২ হাজার টাকায় কিনেছেন বলে স্বীকার করেন সুগন্ধী গ্রামের মো. ফারুক হোসেন।

 

তিনি জানান, এই স্কুলের প্রধান শিক্ষক আমার কাছে পুরোনো একটা ঘর বিক্রি করেছেন এখন কি যেন সমস্যা হয়েছে তিনি আমাকে ঘর দিবেন না বলে জানিয়েছেন।

 

আমাকে যদি প্রধান শিক্ষক ঘর না দেয় তাহলে আমার কাছ থেকে ঘর বিক্রির কথা বলে যেই টাকা নিয়েছে তা দিয়ে দিবে। কিন্তু ওনি ঘরও দিচ্ছেন না আমার টাকাও ফেরত দিচ্ছে না।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, ‘শিশুদের লেখাপড়ার স্বার্থে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নতুন ভবন নির্মাণ হওয়ার পর পুরোনো আধা পাকা টিনের ঘরটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করার কথা ছিল প্রধান শিক্ষকের। পরে আমরা জানতে পারলাম, গোপনে স্কুলের ঘর বিক্রি করা হয়েছে।’

 

তবে অভিযুক্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শিরিনা আক্তার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এগুলো মিথ্যা ও বানোয়াট। এটি একটি মহলের ষড়যন্ত্র।’ তিনি কোনো অনিয়ম করেন নাই। স্কুলের পুরোনো টিনের ঘরটি তিনি বিক্রি করেন নাই। পুরোনো ঘরের টিন দিয়ে স্কুলের গেইট বানিয়েছেন আরো কিছু টিনের বেড়া স্কুলের পাশেই আছে বলে জানান।

 

এসএমসির বর্তমান সভাপতি মো. শাহজালাল জানান, সম্প্রতি তাকে স্কুলের সভাপতি করা হয়েছে। তিনি সভাপতি হওয়ার পরে শুনেছেন স্কুলের পুরোনো টিনের ঘরটি নিয়ে কি যেন সমস্যা আছে, পূর্বের কমিটির লোকজন স্কুলের পুরোনো ঘর বিক্রি অথবা কি যেন সমস্যা করেছেন এর বেশি কিছু জানেন না বলে তিনি।

 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিকুল ইসলাম সরকার জানান, গেজেট ঘোষণার পর স্কুলের জমি, ভবন ও মালামাল সবকিছুর মালিক সরকার। সেখানে পরিত্যক্ত ঘর বা অন্য কোনো মালামাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে টেন্ডার ছাড়া বিক্রি করা যাবে না। যদি কোনো শিক্ষক গোপনে স্কুলের মালামাল বিক্রি করে তদন্তে তা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস