হাওরে পানিতে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৩:০৩
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৩:০৩
Link Copied!

কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এক তরুণ।নিহত আবিদ ঢাকার গাজীপুরে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিএফইউটি) পঞ্চম সেমিস্টারের ছাত্র।

তিনি চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকার সরওয়ার জামান খানের ছেলে।

শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে আবিদুর রহমান খান (২৪) নামে চট্টগ্রামের ওই তরুণের মরদেহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন আবিদ।

নিহতের মামা আবিদুর রহমান চৌধুরী জানান, ‘আবিদ ঢাকার গাজীপুরে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিএফইউটি) পঞ্চম সেমিস্টারের ছাত্র।

তার পিতা সরওয়ার জামান খান চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক। দুই ভাই এক বোনের মধ্যে আবিদ ছোট।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়েছিল আবিদ।

শুক্রবার বিকেলে মিঠামইন হাওর এলাকায় পানিতে নেমে তলিয়ে যায় সে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর আবিদের মরদেহ শনিবার উদ্ধার করা হয়। আবিদ সাঁতার জানতো। এরপরও পানিতে তলিয়ে গেছে।’

নিহতের পিতা সরওয়ার জামান খান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমাকে তার বন্ধুরা ফোন করে জানায়, আবিদকে পাওয়া যাচ্ছে না।

সে নাকি তার বন্ধুদের সঙ্গে হাওরে গেছে। ছেলে আমাকে হাওরে যাওয়ার বিষয়টি আগে জানায়নি। আবিদ লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল। তাকে নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল।’

 

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস