হাজীগঞ্জে ৮ উডব্যাজারকে সনদ প্রদান
বাংলাদেশ স্কাউটস, হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কমিটির সভায় নবাগত ৮ জন উডব্যাজারকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্কার্ফ, বীট এবং সনদ প্রদান করেছে তাপস শীল।
উপজেলা নির্বাহী অফিসা ও বাংলাদেশ স্কাউটস, হাজীগঞ্জ উপজেলার সভাপতি তাপস শীলের সভাপতিত্বে বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে এ সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী, হাজিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধান,হাজিগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কমিশনার মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন সুমন, কোষাধক্ষ শফিকুর রহমান, উপজেলা স্কাউট লিডার রাধা রমন ভৌমিক, কাব লিডার কামাল হোসেন চৌধুরী।
বাংলাদেশ স্কাউটস, হাজীগঞ্জ উপজেলার নবাগত ৮ জন উডব্যাজারকে স্কার্ফ, বীট এবং সনদ প্রদান করা হয় । নবাগত উডব্যাজারা হলেন স্কাউটার মাসুদুর রহমান, ইউনিট লিডার, নাসিরকোট সপ্রাবি কাব দল। স্কাউটার মোশাররফ হোসেন, ইউনিট লিডার, মুকুন্দসার সপ্রাবি কাব দল। স্কাউটার সজল কান্তি, ইউনিট লিডার, অলিপুর সপ্রাবি কাব দল। স্কাউটার মোবারক হোসেন, ইউনিট লিডার, কালচোঁ সপ্রাবি কাব দল।
স্কাউটার বাসন্তী রায়, ইউনিট লিডার, গোগরা সপ্রাবি কাব দল। স্কাউটার বন্দনা পাল, ইউনিট লিডার, সুদিয়া সপ্রাবি কাব দল। স্কাউটার সর্মিষ্ঠা সাহা, ইউনিট লিডার, রামপুর সপ্রাবি কাব দল।। স্কাউটার প্রভাতী রানী, ইউনিট লিডার, লাওকোরা সপ্রাবি কাব দল।