দেশের আট অঞ্চলে বয়ে যাচ্ছে তাপদাহ
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
Link Copied!
দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পাবনার ঈশ্বরদী, টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।