নিশান ধরের জন্মদিন পালিত

কচুয়া সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২০ | ৯:৫৬
কচুয়া সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২০ | ৯:৫৬
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার সকল জাতীয় ও স্থানীয় পত্রিকার একমাত্র এজেন্সি শ্যামল কান্তি ধরের একমাত্র পুত্র সাংবাদিক শান্তু ধরের একমাত্র পুত্র সন্তানের গতকাল শুক্রবার সন্ধ্যায় আনন্দঘন ও আলৌক সজ্জায় সাজিয়ে উৎসবমূখর পরিবেশে নিশান ধরের ২য় তম শুভ জন্মদিন পালিত হয়েছে ।

এদিকে নিশান ধরের বাবা জাতীয় দৈনিক যায় যায় দিন,স্থানীয় দৈনিক সুদীপ্ত চাঁদপুর,অনলাইন লাইফ চ্যানেল মেঘনা টিভি,অনলাইন পত্রিকা বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম এর কচুয়া উপজেলা স্টাফ রিপোর্ট,তার মা পুনম ধর নিশু গৃহীনি।

এসময় উপস্থিত ছিলেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি জনাব রাকিবুল হাসান,নিশানের দাদু শ্যামল কান্তি ধর,মানিক লোধ, চন্দন সরকার, অজিত ধর,বিমল ধর,স্বপন লোধ,রতন লোধ,ভুলো লোধ, বাবুল ধর,রনজিত ধর,জীবন ধর,ভবতোষ ধর,দিদি ও ঠাকুর মা,মালতি ধর,দিপা লোধ,রাধা সরকার,বিভা ধর,রমা ধর,ঝরনা ধর,মামা রিদয় ধর,সুজন লোধ,জয় লোধ,সুশান্ত লোধ, জেঠু স্বপন বর্ধন,কার্তিক বধর্ন,রবি বর্ধন,
অর্জুন ধর,জোটন ধর,নয়ন ধর,জেডি মা সুমি ধর,প্রিয়াংকা ধর,রিংকু ধর,মিতু দে,
পিসু-রতন পাল,রিপন সরকার,
পিসি মনি কাকলি পাল,প্রিয়াংকা সরকার,ঝুমা দে,পপি ধর,পিংকি ধর,চুমকি ধর,মাসি মনি প্রিয়া লোধ, বিথি লোধ, তিথি লোধ,জইতা লোধ,রাজিব ধর,উওম দে,দিপক ধর,গৌতম ধর, টিটু ধর,উজ্জ্বল ধর,উৎপল ধর,বিপল্ব ধর,দিপু বর্ধন,শুভ বর্ধন,বড় ভাই পিয়াল ধর,প্রলয় ধর, পিয়াস ধর,ছোট ভাই আউষ ধর,বড় বোন রুপা পাল,রাতু দে,অর্পা পাল,প্রিয়া দে,পৃর্থা সরকার,পূজা পাল প্রমুখ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ডাকাতিয়া থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার হাজীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন ডিসি হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যু  হাজীগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক নন্দীতা দাস রাজারগাঁও হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসার ২ দিন ব্যাপী মহা সম্মেলন হাইমচরে শীতবস্ত্র পেলেন পাঁচ শতাধিক শীতার্থরা যেই প্রতিবেদনে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন মনিরুজ্জামান বাবলু হাজীগঞ্জে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান আজ ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার লক্ষ্মীপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন পাইকদীতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরষ্কার পাচ্ছেন ছয়জন হাজীগঞ্জে ৪০ দিন ফজরের জামায়াতে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ বিএনপির সভাপতি হয়ে ফুলেল সংবর্ধনা পেল প্রফেসর কুদ্দুস হাজী ইউনুস মাহমুদকে কুয়েত প্রবাসী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা বিএনপি ভদ্রতার রাজনীতিতে বিশ্বাসী —- ইঞ্জিনিয়ার মমিনুল হক ফুলেল শুভেচছা জানালেন ১ নং ওয়ার্ড বিএনপি শাহরাস্তিতে  উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সংসদের সম্মেলন