নিশান ধরের জন্মদিন পালিত
চাঁদপুরের কচুয়া উপজেলার সকল জাতীয় ও স্থানীয় পত্রিকার একমাত্র এজেন্সি শ্যামল কান্তি ধরের একমাত্র পুত্র সাংবাদিক শান্তু ধরের একমাত্র পুত্র সন্তানের গতকাল শুক্রবার সন্ধ্যায় আনন্দঘন ও আলৌক সজ্জায় সাজিয়ে উৎসবমূখর পরিবেশে নিশান ধরের ২য় তম শুভ জন্মদিন পালিত হয়েছে ।
এদিকে নিশান ধরের বাবা জাতীয় দৈনিক যায় যায় দিন,স্থানীয় দৈনিক সুদীপ্ত চাঁদপুর,অনলাইন লাইফ চ্যানেল মেঘনা টিভি,অনলাইন পত্রিকা বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম এর কচুয়া উপজেলা স্টাফ রিপোর্ট,তার মা পুনম ধর নিশু গৃহীনি।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি জনাব রাকিবুল হাসান,নিশানের দাদু শ্যামল কান্তি ধর,মানিক লোধ, চন্দন সরকার, অজিত ধর,বিমল ধর,স্বপন লোধ,রতন লোধ,ভুলো লোধ, বাবুল ধর,রনজিত ধর,জীবন ধর,ভবতোষ ধর,দিদি ও ঠাকুর মা,মালতি ধর,দিপা লোধ,রাধা সরকার,বিভা ধর,রমা ধর,ঝরনা ধর,মামা রিদয় ধর,সুজন লোধ,জয় লোধ,সুশান্ত লোধ, জেঠু স্বপন বর্ধন,কার্তিক বধর্ন,রবি বর্ধন,
অর্জুন ধর,জোটন ধর,নয়ন ধর,জেডি মা সুমি ধর,প্রিয়াংকা ধর,রিংকু ধর,মিতু দে,
পিসু-রতন পাল,রিপন সরকার,
পিসি মনি কাকলি পাল,প্রিয়াংকা সরকার,ঝুমা দে,পপি ধর,পিংকি ধর,চুমকি ধর,মাসি মনি প্রিয়া লোধ, বিথি লোধ, তিথি লোধ,জইতা লোধ,রাজিব ধর,উওম দে,দিপক ধর,গৌতম ধর, টিটু ধর,উজ্জ্বল ধর,উৎপল ধর,বিপল্ব ধর,দিপু বর্ধন,শুভ বর্ধন,বড় ভাই পিয়াল ধর,প্রলয় ধর, পিয়াস ধর,ছোট ভাই আউষ ধর,বড় বোন রুপা পাল,রাতু দে,অর্পা পাল,প্রিয়া দে,পৃর্থা সরকার,পূজা পাল প্রমুখ।