কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে জিনাত আমানের যোগদান
কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোশিয়েশনের সভাপতি জিনাত আমান সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে আপগ্রেডেশন পেয়েছেন।
গত ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের ৭৬ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তনুযায়ী জিনাত আমানকে সিন্ডিকেট সভার তারিখ থেকে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের সুপারিশ অনুমোদন করা হয়।
ওই আলোকে তিনি ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে উক্ত পদে যোগদান করে। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর আমান উল্ল্যাহ খান ও এডভোকেট লায়লা শিরিন এর জেষ্ঠ্য সন্তান।
পারিবারিক জীবনে স্বামী মো: খালেদ আব্দুল্লাহ বুড়িচং উপজেলার ইউ আর সি । তিনি দুই সন্তানের জননী। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের তিন বার সভাপতি পদে নির্বাচত হন।
উল্লেখ্য যে, তিনি কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আফজাল খানের ভাতিজী ও বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা’র চাচাত বোন।
দায়িত্ব পালনে তিনি সবার নিকট দোয়া কামনা করেন।
তাঁঁর পদোন্নতিতে পপুলার বিডিনিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।