ভিক্ষুকের বসতঘর ভেঙ্গে সম্পত্তি দখল করলো সাবেক আনসার কমান্ডার শাহআলম
মজিব পাটওয়ারী
Link Copied!
ভিক্ষুকের বসতঘর ভেঙ্গে সম্পত্তি দখল করলো আনসার কমান্ডার শাহআলম বেপারী।
বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের এন্নাতলী গ্রামের প্রফেসর বাড়ীর ভিক্ষুক শুক্কুরীর বসতঘর ভেঙ্গে সম্পত্তি দখল করলো সাবেক আনসার কমান্ডার শাহআলম। এ নিয়ে এলাকায় জনমনে অসেন্তোষ প্রকাশ করেন।
শুক্রবার বিকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, শুক্কুরীর বসতভিটা থেকে জোরপূর্বক ঘর সরিয়ে দুরে স্থানান্তর করা হয়। স্থানান্তরকালে ভিক্ষুক শুক্কুরী বাধা প্রধান করলে তাকে মারতে তেড়ে আসেন সম্পত্তিলোভী শাহ্-আলম।
শুক্কুরী কান্নাজড়িত কন্ঠে পপুলার বিডিনিউজকে বলেন, তার স্বামী তিন সন্তান রেখে মারা যান। তারপর থেকে ছোট দুই ছেলে ও এক মেয়েকে আগলে রাখেন। মানুষের ধারে ধারে হাত পেতে দু’মুঠো খাওয়ার তুলে দেন সন্তানদের মুখে। যে ঘরে শুক্কুরী থাকেন, সে ঘরটিও এলাকার বিশিষ্ট শিল্পপতি হাছান।
শুক্কুরী জানান, শাহ্-আলম ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক দাবি করে প্রতিদিনই আমাকে মারতে আসে। আজ সকালে আমাকে মারতে আসে এ ঘটনাটি শুনে শুক্কুরী দু’বোন জয়নব ও জেসমিন আসে। জয়নব ও জেসমিন বলেন, আমার বোনকে অসহায় পেয়ে এই বসতভিটা থেকে উচ্ছেদ করতে উঠে পড়ে লাগে এবং মারতে আসে।
এ বিষয়টি স্হানীয়রা জানলে সমাধান করা চেষ্টা করেও ব্যার্থ হয়। স্হানীয় সালিশদার রুহুল আমিন পাটওয়ারী ও কবির হোসেন পপুলার বিডিনিউজ ডটকমকে জানান, শাহ্-আলম এই সম্পত্তি তার ক্রয়কৃত বলে দাবি করেন। কিন্তু কিভাবে বসতভিটা ওয়ারিশ সূত্রে ক্রয় করলো সেটা বোধগম্য হচ্ছে না।
শালিশদাররা বলেন, ওয়ারিশের পুকুরে ও মাঠে সম্পত্তি থাকা সত্ত্বেও শাহআলম জোরপূর্বক ক্ষমতার দাপটে ভিক্ষুকের বসতভিটা দখল করে। সম্পত্তি বিক্রিদাতা খায়রুন নেছা বেঁচে নেই।
এ বিষয়ে শাহ্-আলম বলেন, তার ফুফুর কাছ থেকে দু’শতক সম্পত্তি দু’লক্ষ টাকায় খরিদ করে।
এলাকাবাসী বলেন, শুক্কুরী খুব অসহায় তিনটি সন্তানের মুখে দু’মুঠো খাওয়ার তুলে দেয়ার জন্য মানুষের দারে দারে হাত পাততে হয়। আজ জোর পূর্বক এই শাহ্-আলম শুক্কুরীর বসতভিটা থেকে সরিয়ে দিচ্ছে। সেই ঘরটিও করে দিয়েছে এলাকাবাসী।
ভিক্ষুক হওয়ায় শুক্কুরী আইনের আশ্রয়ও নিতে পারছে না।