অবশেষে করোনামুক্ত জেনেলিয়া
করোনামুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সবার সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। জেনেলিয়া জানান, গত ২১ দিন বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। ছিলেন একেবারেই উপসর্গহীন।
এক টুইট বার্তায় জেনেলিয়া লেখেন, গত ২১ দিন আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল। একাকীত্ব যে কী যন্ত্রণার তা এই কয়েক দিনে বুঝেছি। আবারও পরিবারকে কাছে পেয়ে আমি খুশি।
জেনেলিয়ার সুস্থতার খবরে শুভেচ্ছা জানিয়েছেন তার ইন্ডাস্ট্রির বন্ধুরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বামী রিতেশ দেশমুখ।
২০০৩ সালে ‘তুহি মেরি কসম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড জগতে পর্দাপণ করেন জেনেলিয়া। প্রথম ছবিই দর্শকের কাছে জেনেলিয়াকে তুমুল পরিচিতি এনে দেয়।
জেনেলিয়া বর্তমানে ছবিতে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করছেন। জেনেলিয়া বিশ্বের বিভিন্ন দেশে নৃত্য পরিবেশন করেও ব্যাপক সুনাম অর্জন করেছেন।
২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখকে বিয়ে করেন জেনেলিয়া। তাদের দুই সন্তান রয়েছে। রিয়ান এবং রাইল।