সেই জমজ শিশুদের জন্য নগদ টাকা দিলো জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সেই মা হারা জমজ শিশুর বাবা পেলো আরো কিছু নগদ টাকা। ২ নং বাকিলা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ গ্রহন করেন শিশু দুটির বাবা মুনছুর আলী।
বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুনছুর আলীর হাতে নগদ ৮ হাজার টাকা তুলে দেন ২ নং বাকিলা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব মুন্সি, ২ নং বাকিলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ রুবেল হোসেন খাঁন, বাকিলা ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক গাজী মোঃ মোতালেব, বাকিলা ইউনিয়ন ছাত্রদল সহ-সাধারন সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম (রিয়াদ), বাকিলা ইউনিয়ন ছাত্রদল অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াদ)।
এছাড়াও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মমিন সর্দার সেক্রেটারি কামরুজ্জামান সেলিম বেপারীসহ যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুনছুর আলীকে এর আগে হাজীগঞ্জ উপজেলা ইউএনও বৈশাখী বড়ুয়াসহ প্রবাসী বিভিন্ন ব্যবসায়ীরা নগদ অর্থ প্রদান করেন। জমজ শিশু দুটি সুস্থ্য আছে ভালো আছে।