হাজীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্তমান পরিস্থিতিতে করণীয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের নার্গিস ফুড প্যাভেলিয়ানে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব একেএম শাহ আলম মুন্সী।
জেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসবি সবুজ ভদ্রের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এন এম হানিফ ও গীতা পাঠ করেন কার্তিক চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কমিটির সহ-সভাপতি মো. আক্তার হোসেন, শিক্ষা সচিব মো. আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মো. আবুল ফারাহ্ মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।
উপজেলা শাখার পক্ষে বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহ্জাহান, সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত মজুমদার, শিক্ষা সচিব মো. জুয়েল রানা তালুকদার, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক মো. ইয়াছিন মোল্লা, যুগ্ন-সাধারণ সম্পাদক এম বজলুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. মুশফিকুর রহমান, চিলড্রেন একাডেমীর পরিচালক সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত পরিচালক ও শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা করোনা পরিস্থিতিতে সারাদেশের ন্যায় কিন্ডারগার্টেনে ৬ থেকে ১০ লাখ শিক্ষক করোনাকালীন সময়ে মানবেতর জীবন যাপন করছে বলে তুুুুলে ধরেন। এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ গুলো আলোচনা করেন বক্তারা।
আগামী ১ সেপ্টেম্বর আলীগঞ্জ পিটিআই চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে প্রনোদনার লক্ষ্য একটি মানববন্ধনের ডাক দিয়েছেন হাজীগঞ্জ উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সভা শেষে দোয়া ও মনুজাত পরিচালনা করেন সমিতির সম্মানিত সদস্য মাও. মো. মিজানুর রহমান।
মতবিনিময় সভায় হাজীগঞ্জ উপজেলার ৭২ টি কিন্ডারগার্ডেনের পরিচালক, শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।