সোমবার দুপুরে গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আবদুর রকিব, এসআই (নিরস্ত্র)/ জালাল উদ্দিন, এএসআই (নিরস্ত্র)/ শিকদার হাসিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অত্র ফরিদগঞ্জ থানাধীন ০৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নস্থ সাচিয়াখালী খালপাড়স্থ মোঃ মামুন পাটোয়ারীর বসত বিল্ডিং এ অভিযান পরিচালনা করিয়া (০১) মোঃ মামুন পাটোয়ারী (৪২), পিতা- মোঃ আব্দুল হাই পাটোয়ারী, সাং- সাচিয়াখালী, থানা- ফরিদগঞ্জ জেলা- চাঁদপুর।
(০২) মোঃ রাসেল (৩৫), পিতা- আবদুল গফুর, (০৩) মোঃ রেজাউল করিম (২২),পিতা- আবুল কাশেম, উভয় সাং- সুখছড়ি, থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রামদের’কে গ্রেফতার করে এবং তাহাদের নিকট হইতে ১৭,৫০০/- (সতের হাজার পাঁচশত) পিছ ইয়াবা। যাহার আনুমানিক মূল্য ৫২,৫০,০০০/-(বায়ান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, মাদক বিক্রয়ের নগদ ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা উদ্ধার করে।
একই সাথে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন একটি লাল রং APACHE মোটর সাইকেল যাহার অনুমানিক মূল্য ১,৫৭,০০০/- (একলক্ষ সাতান্ন হাজার) টাকা উদ্ধার করে।
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেনী জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে মামলা আছে। তাহারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা সহ আশেপাশের কয়েকটি জেলায় ইয়াবা সরবরাহ করিত।
অত্র ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।