মকিমাবাদে বাঁশের বেড়া দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৪, ২০২০ | ৫:৫৬
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৪, ২০২০ | ৫:৫৬
Link Copied!

হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ মিস্ত্রি বাড়ীতে বাঁশের বেড়া দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতের পথ অবরুদ্ধ হয়ে রয়েছে। বুধবার থেকে গত ৪দিন ধরে এই প্রতিবন্ধকতায় ভোগছেন মিস্ত্রি বাড়ীর সোহাগসহ কয়েকটি পরিবার।

শুক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে, মিস্ত্রি বাড়ীর মনির হোসেন ও মর্জিনা গংরা যাতায়াত পথসহ লম্বা বাঁশের বেড়া দিয়ে রেখেছেন। তারা দাবী করছেন ওই সম্পত্তি তাদের। এদিকে সোহাগ গংরা বলছেন, এই সম্পত্তি তাদের পৈত্রিক সম্পত্তি খরিদ সূত্রে সোহাগ মালিকানা দখলে আছে।

জানতে চাইলে সোহাগ বলেন, আমার জায়গায় মনির এর ঘর। এর আগে একবার আমার সীমানার পিলার ভেঙ্গে পেলে মনির গংরা। তখন আমরা বাঁধা দিতে গেলে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। ওইসময় অভিযোগের দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা ছিলেন এসআই রমিজ। তখন উভয়পক্ষকে একত্রিত করে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন। ওইসময় একটি খালি স্টাস্পে উভয়পক্ষের স্বাক্ষর নেয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, তারা আমার জায়গার সামনে বাথরুম বসিয়ে রেখেছে। মনির হোসেন গংরা একটি চক্রের মাধ্যমে আমার ভাইয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে তর্কবির্তক হলে আমার উপর হামলা চালায় মনির হোসেন ও মর্জিনা। সুষ্ঠু বিচারের জন্য স্থানীয় কাউন্সিলরকে অবহিত করেছি। সম্পত্তি দখলের চেষ্টা করছে মনির হোসেন গংরা। আমি শিগগির আদালতের স্বরণাপন্ন হয়ে সুষ্ঠু বিচার চাইবো।

এ বিষয়ে মর্জিনা গংরা বলেন, আমরা আমাদের সম্পত্তির উপর বাঁশের বেড়া দিয়েছি। সোহাগ গংদের এখানে কোন সম্পত্তি নাই।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান