ফরিদগঞ্জ প্রেসক্লাবকে বই উপহার দিলেন রাউফেন মজিদ পাঠাগারের প্রতিষ্ঠাতা

আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ১১, ২০২০ | ১২:৩৪
আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ১১, ২০২০ | ১২:৩৪
Link Copied!

ফরিদগঞ্জ উপজেলার প্রত্তন্ত অঞ্চল ৬নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বাজার। এলাকারই বই প্রেমী গিয়াস উদ্দিন পেশায় একজন(ঢাকাস্থ) ব্যবসায়ী। নাড়ীর টানে, এলাকা প্রিতি এবং ভালোবাসা থেকে এই বই প্রেমী মানুষটি তার নিজ এলাকায় গড়ে তুলেছেন রাউফেন মজিদ স্মৃতি পাঠাগার। ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল সাংবাদিক পাঠাগারটি পরিদর্শনে যান। কিছুক্ষনের আড্ডা, গল্প , গাছের ফল খাওয়া আর আপ্যায়নের সাথে কথা হয় পাঠাগার নিয়ে। চার হাজার বিভিন্ন ধরনের বই দিয়ে গড়ে তুলেছেন পাঠাগারটি। চাঁদপুর সদরেও আরেকটি পাঠাগার গড়ার চিন্তা ভাবনা করছেন বলে জানান গিয়াস উদ্দিন। আসার সময় গিয়াস উদ্দিন ফরিদগঞ্জ প্রেসক্লাবকে বেশ কিছু বই উপহার দেন।

ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়ন খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় শৈল্পীক পাঠাগারটি অবস্থিত। ২০০৬ সালে বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো.গিয়াস উদ্দিন খান পাঠাগারটি প্রতিষ্ঠা করেন। মা বাবার নামেই প্রতিষ্ঠা করেন রাউফেন মজিদ স্মৃতি পাঠাগার। গত ৪ আগস্ট মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নেতৃবৃন্দ পাঠাগারটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন সাংবাদিকদের সাথে ছবি তোলা, গাছ থেকে পেয়ারা পেড়ে দেয়া আবার আড্ডা দেয়ার সাথে সাথে পাঠাগার সম্পর্কে ধারনা দেন। রোটারিয়ান গিয়াস উদ্দিন বলেন, আমি ঢাকায় নিলখেতের খুব কাছাকাছি অবস্থান করি , তা ছাড়া যখনই দেখি কোন ফেরিওয়ালা পুরাতন বই খাতা কিনে বাড়ী ফিরে তখনই তাদের ডেকে এনে পুরাতন বইগুলি কিনে রাখি। তিনি আরো জানান, আমার সংগ্রহের মধ্যে দামী অনেক বই আছে যা ফেরিওয়ারার নিকট থেকে অল্পদামে কেজি দরে কিনেছি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ছেলে মেয়েরা পাঠাগারে এসে ওয়াইফাই লাইন খোঁজে বই পড়ে না। রাস্তার ধারে আড়ালে বা নিভৃতে বসে চেটিং অথবা ফেসবুকে ব্যস্ত থাকে, নেশায় ব্যস্ত থাকে কিন্তু পাঠাগারে আসে না দেশ, সমাজ, সংস্কৃতি সম্পর্কে জানতে।

পরে তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের জন্য বেশকিছু বই এবং সভাপতি কামরুজ্জামানকে “বঙ্গবভনের শতবর্ষ” নামক বইটি শুভেচ্ছা উপহার দেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সাঈদ, যুগ্ম-সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আনিছুর রহমান সুজন, সদস্য জাহিদুল ইসলাম ভ‚ঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেদায়াতে উল্লাহ মানিক প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে জামায়াতের যুব সমাবেশ কচুয়ায় বিশ গ্রামের মুসল্লীদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত ফরিদগঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীর রোষানলে এক ঠিকাদার মাদ্রাসা ও ব্যবসায়ীদের উদ্যোগ মাহফিল সম্পন্ন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে আমন ধানের সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন মতলব উত্তরে পাটের ফলন কম হলেও দামে খুশি কৃষক মানুষটার শরীর দেখে বুয়েটের অবরারের কথা বারবার মনে পড়েছে : সারজিস বন্যায় হাজীগঞ্জে ৫২ কোটি টাকার ক্ষতি : বেশি ক্ষতি মৎস্য খাতে সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক