পুলিশের ঈদ

মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ আগস্ট ১, ২০২০ | ১০:১৮
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ আগস্ট ১, ২০২০ | ১০:১৮
Link Copied!

সবার নাম পুলিশ। একনামে সবাই জানে-ডাকে। নাম, পরিচয় জানতে চায় না। যদি কোন তদবিরের প্রয়োজন হয় তখনই ওই পুলিশের নাম আর পরিচয় খোঁজা শুরু হয়। এই করোনা কালে আমরা চিনলাম অন্যরকম পুলিশ। মামলা-মোকাদ্দমার পাশাপাশি মানুষকে রোগমুক্ত রাখতে লড়াই করেছেন। এই লড়াই রোদে পুড়ে মানুষকে সচেতন করার লড়াই ছিল।

আজ পবিত্র ঈদুল আযহা। একনীড়ে যেন বসতি, সবাইকে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। তিনি শনিবার সকালে থানার সবাইকে নিয়ে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করেন। তারপর থানা প্রাঙ্গনে গরু কোরবান দিলেন।

হাজীগঞ্জ থানা প্রাঙ্গনে পুলিশের গরু কোরবানীর দৃশ্য

সবাই কিন্তু এক সংসারের নয়। এক গ্রামের নয়। কর্মক্ষেত্রে একত্রিত হয়েছেন। পরিবার পরিজন ছাড়া ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হয় ঠিক এভাবেই। দেশে এই একটি পেশা। জাতি যখন আনন্দ করবে – তখন পুলিশ থাকবে আনন্দটা যেন ম্লান না হয়। আবার জাতি যখন নিরানন্দ অথবা কোন বিশৃংখলায় নিমজ্জিত হবে- তখন এই পুলিশ থাকবে সেখান থেকে শৃংখলায় ফেরাতে।

শুক্রবার রাত যখন গভীর হয়। তখন হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি দীর্ঘশ্বাস নিয়ে বলেন, ‘আপানারতো পরিবারের সবাইকে নিয়ে ঈদ করবেন, আমাদের তা হয়ে উঠে না।’ রাতে খবর নিয়েছেন, উপজেলার কোথাও ঈদের নামাজ নিয়ে হট্টগোলের সম্ভাবনা আছে কিনা? খবর নিয়ে শনিবার সকালে থানার প্রতিনিধি হিসেবে প্রত্যান্ত অঞ্চলের মসজিদগুলোতে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘প্রিয় হাজীগন্জবাসী/ প্রিয় বন্ধুরা…
আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন। আশাকরি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান পূর্বক ঈদ আনন্দ উদযাপন করবেন। আপনার কোন আচরনণ যেন কোন সামাজিক অশান্তি কিংবা মারামরি,হানাহানী না ঘটে সেই কামনায় আবারো ঈদ মোবারক।’

সুস্থ্য থাকুক পুলিশ। সুস্থ্য থাকুক দেশ। সেই প্রত্যাশা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আওয়ামীলীগকে ফিরে আসতে দেয়া হবে না: মাহফুজ আলম জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে: মোবারক হোসাইন মাজারে হামলায় জড়িতদের গ্রেফতার ও পুন:সংস্কারের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী দেশ থেকে চুরি করা টাকা দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন হাসিনা: সারজিস আলম উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান হাজীগঞ্জে মোহাম্মদপুর প্রিমিয়ার লীগ শট রাউন্ডরি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত এমন ম্যারাথন আর দেখেনি শাহরাস্তিবাসী চাঁদপুরে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৭ লেখক ইজতেমার সঙ্গে সমন্বয় করে ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন ৬০ হাজার টিসিবির কার্ড বাতিল করলো বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর এক–এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর