হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি জনসচেতনতা বাড়াতে তিনদিনের কার্যক্রম সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৩০, ২০২০ | ২:১৪
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৩০, ২০২০ | ২:১৪
Link Copied!

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির তিনদিনের কর্মসূচি সম্পন্ন করা হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল যানজট নিরসন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষার্থে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হয়।

গত সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়, বুধবার টানা তিন দিনের কর্মসূচি সম্পন্ন করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

শেখ সিটি/ লাকী কূপন

ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে টানা তিনদিনের এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন সমিতি অন্যান্য নেতৃবৃন্দ।

তিন দিনের কর্মসূচির মধ্যে হাজীগঞ্জ বাজারের পূর্ব পশ্চিম ও মধ্য বাজারকে তিন ভাগে ভাগ করে নেয়া হয়। টানা তিনদিন যানজট নিরসন ও মানুষের মাঝে করোনা সময়ে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা, যাদের মুখে মাক্স ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া এবং বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন সমিতির নেতৃবৃন্দ।

হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন বলেন, করোনা সময়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সব সময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে কাজ করে আসছে। তার লক্ষ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তিনদিনের কর্মসূচি হাতে নেয়া হয়। সকলের সার্বিক সহযোগিতায় আমরা কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। ক্রেতা ও ব্যবসায়ীরা সুস্থ থাকলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এই বিনাশ্রম সার্থক হবে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আশফাকুল আলম চৌধুরী বলেন, ব্যবসায়ীদের স্বাস্থ্য ও স্বার্থ রক্ষার্থে সমিতি সব সময় পাশে আছে পাশে থাকবে।

শুকরান হাসপাতাল

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান