বাকিলায় প্রয়াত নেতাদের স্বরণে যুবলীগের দোয়া মাহফিল
শনিবার বাদ আছর হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবদুর রব পাটওয়ারী, সাবেক আহ্বায়ক ওমর ফারুক পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেছার তপদার এবং প্রয়াত বাকিলা বাজার ব্যাবসায়ীদের স্বরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃইব্রাহীম খান রনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বাবুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ওয়াহিদুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাবীবুর রহমান সর্দার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম তারু,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগ সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান নয়ন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক ডাঃশাহাদাৎ হোসেন,ইউনিয়ন যুবলীগ সদস্য হাবীবুর রহমান মিলন, রতন মজুমদার,নুর মোহাম্মদ,শরীফ হোসেন আবীর, সুমন খান,সাদ্দাম হোসেন,আফজাল হোসেন,৩নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক কাউছার প্রধানীয়া, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বোরহান হোসেন সহ অনন্য নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব সাহেব।