বাকিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজু আর নেই
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু আর নেই।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে ঢাকা হৃদরোগ ইনষ্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটির অন্যতম সদস্য হাবিবুর রহমান লিটন ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি।