শিক্ষার্থীর বই ফেরত দিলেন সেই প্রধান শিক্ষক
পরিশেষে বই ফেরত পেলেন শিক্ষার্থী আয়েশা আক্তার। রোববার সকালে বাড়ীতে গিয়ে বই ফেরত দিলেন সেই প্রধান শিক্ষক তপন সাহা। শনিবার বিকালে পপুলার বিডিনিউজ ডটকমে ‘ প্রাইভেট না পড়ায় বই নিয়ে গেলেন প্রধান শিক্ষক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনায় আসেন হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন সাহা।
প্রথম প্রতিবেদনটি পড়তে নিচে ক্লিক করুন-
স্কুলছাত্রী আয়শার মা বলেন, বই ফেরত পেয়েছি। স্যার যেন আমার মেয়ের সাথে ভালো আচরণ করেন- সেই প্রত্যাশা করি।
বই দিতে গিয়ে প্রধান শিক্ষক তপন সাহা বলেন, ছাত্রীর বাবা শিক্ষা অফিসে যেই অভিযোগ দিয়েছে, তা মিথ্যা। আমার শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করে, সেই জন্য নিয়মিত বিনামূল্যে কোচিং করাচ্ছি।
উল্লেখ্য,গত ২৯জুন বিকালে প্রাইভেট না পড়ায় স্যার ক্ষিপ্ত হয়ে বই নিয়ে যান।