রান্ধুনীমুড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ
হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড রান্ধুনীমুড়া ছৈয়াল বাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত ঘর নির্মাণ কাজ করছে প্রতিপক্ষরা গং।
শনিবার সকালে গিয়ে দেখা গেছে, কাঞ্চন ও এমরান হোসেন গংরা আদালতের নিষেধাঙ্গা থাকা সম্পত্তির উপর নির্মাণ কাজ করছে। প্রতিপক্ষরা আদালতের নিষেধাঙ্গার বিষয়টি অবগত রয়েছেন বলেও জানা গেছে।
বাদীপক্ষ বিল্লাল হোসেন বলেন, আমাদের বসতভিটা জোরপূর্বক দখল করে রেখেছে কাঞ্চন ও এমরান হোসেন গংরা। আমরা আদালতের মাধ্যমে সম্পত্তি ফিরে পেতে আবেদন করেছি। আদালত উভয়পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু প্রতিপক্ষরা আদালতের নিষেধাঙ্গা অমান্য করে সম্পত্তির উপর বসত ঘর নির্মাণের চেষ্টা করছে।
অভিযোগে দেখা গেছে, উপজেলাধীন হাল ৯৫নং রান্ধুনীমুড়া মৌজার বিএস১১৩২ এবং আর খতিয়নভুক্ত হাল ০৮ দাগে. ০৬একর ভূমি জোর পূর্বক দখল করে আছে কাঞ্চন ও এমরান হোসেন গংরা।
প্রতিপক্ষ বিল্লাল হোসেনের ভাই জাকির হোসেন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আদালতের মাধ্যমে আদালতের নির্দেশ অমান্য করার দায়ে সম্পত্তি ফিরে পেতে এবং কাঞ্চন ও এমরান হোসেন গংদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
প্রতিপক্ষ কাঞ্চন ও এমরান হোসেনের পক্ষে পান্না বেগম বলেন, আমার মেয়ে বড় হয়েছে। এখন ঘরের কাজ করছি। আদালতের একটা নিষেধাঙ্গা আছে। কিন্তু কি করবো। ঘরতো করতে হবে।