হাজীগঞ্জে বালুমহাল মাদ্দাহখাঁ এন্টারপ্রাইজের কার্যক্রম শুরু
হাজীগঞ্জ পৌর এলাকায় বালুমহাল মেসার্স মাদ্দাহখাঁ এন্টারপ্রাইজ এর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর মৌজার শৈলখালী ব্রীজের পূর্ব-দক্ষিণ পাশে ব্যক্তি মালিকানা সম্পত্তির উপর বালুমহাল এর কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার সকাল থেকে জমির উপর দিয়ে পাইপ লাইন আনা হচ্ছে। এই নতুন বালুমহালের পরিচালক ব্যবসায়ী জহিরুল ইসলাম মামুন ও মাসুদ ইকবাল গং।
জানতে চাইলে জহুরুল ইসলাম মামুন বলেন, আমরা বালি ব্যবসার উদ্দেশ্যে নিজস্ব জমিতে বালুমহালের জন্য ফিল্ড তৈরি করেছি। আমরা আমাদের ভূমিতে বালি জমাট করে রাখলে পরিবেশের কোনো ক্ষতি হবে না। এই ব্যবসা পরিচালনার জন্য পৌরসভার কর্তৃক ট্রেড লাইসেন্স নেয়া হয়েছে। আমাদের ব্যবসা পরিচালনা করতে পার্শ্ববর্তী জমির মালিকদের কোন ক্ষতি সাধন হবে না। তাছাড়া পাইপলাইনের সাহায্যে আমরা নিজস্ব জায়গায় বালু রাখার ব্যবস্থা করেছি। যে সকল জমির উপর দিয়ে পাইপলাইন আসবে ঐ সকল জমির মালিকের সাথে আমাদের চুক্তিপত্র সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, মেসার্স মাদ্দাহখাঁ এন্টারপ্রাইজের ভবিষ্যতে ব্যবসা সফল জনক করতে শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করছি।