ময়ূরের মতো ডানা, নাম না জানা পাখি
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
ময়ূরের মতো ডানা। পাখিটির নাম জানা নেই। শনিবার রাতে হাজীগঞ্জ পৌরসভার খাটরা মাঠ পাখি দেখা মিলে।
স্থানীয় যুবক গাজী ইকবাল পাখিটি তার বাসা নিয়ে যায়। পরে পাখিটি দেখতে প্রতিবেশিদের ভিড় জমে। কিন্তু কেউপাখিটির নাম জানে না।