কবির হোসেনের জন্য সাহায্য চেয়েছেন বন্ধুরা
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
একটি মানবিক আবেদন। কবির হোসেনের জন্য সাহায্য চেয়েছেন তার বন্ধুরা। সে হাজীগনজ পাইলট হাইস্কুলের ২০০১ সালের মেধাবী ছাত্র। হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউিনয়নের বড়কুল গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।
তার বন্ধুরা জানান, `ব্রেন এর সমস্যার কারণে বর্তমানে সে তেজগাঁও একটি হাসপাতালে ভর্তি আছে। অসহায় ও গরীব এই বন্ধুটি আমাদের বন্ধুদের এবং সর্বসাধারণের কাছে সাহায্য চেয়েছে। আমরা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো আমরা আবার বন্ধুটিকে আমাদের মাঝে ফিরে পেতে পারি।’
তার ভাগনি আফরোজা বলেন, আমার মামাকে বাঁচান। মামার চার মাস ধরে অসুস্থ্য। তার মানসিক সমস্যার কারণে মামানী বাবার বাড়ীতে। একটি কন্যা সন্তান আছে।
যোগাযোগ: 01719-181356, বিকাশ:01862-177330