চাঁদপুরে নতুন ৪৫ জনের করোনা শনাক্ত
চাঁদপুর জেলা সদর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, ফপরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় নতুন করে আরও ৪৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ৪৫জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬জন।
শনিবার (২০ জুন) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজকে ঢাকা হতে ৮৬ এবং মতলব আইসিডিডিআরবি হতে ১৩টিসহ ৯৯টি রিপোর্ট পেয়েছেন। এর মধ্যে ৪৫টি রিপোর্ট পজিটিব এবং ৫৪টি নেগেটিভ। এর মধ্যে চাঁদপুর সদরে ২৭জন, ২৭ জনের মধ্যে পুলিশ সদস্য ১৪জন। মতল দক্ষিণ উপজেলায় ১৫জন, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫৬জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০৯, হাইমচরে ৩৩, মতলব উত্তরে ২৭, মতবল দক্ষিণে ৭১, ফরিদগঞ্জে ৬১, হাজীগঞ্জে ৬৩, কচুয়ায় ২৮ ও শাহরাস্তিতে ৬৪জন।
শুক্রবার পর্যন্ত জেলায় সুস্থ্য রোগীর সংখ্যা ১৪৬জন এবং জেলায় করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৪৪জন (চাঁদপুর সদরে ১২, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ১৩, শাহরাস্তিতে ৩, কচুয়ায় ৪, মতলব উত্তরে ৪ ও মতলব দক্ষিণে ২জন)।