একজন গুণী মানুষের প্রস্থান

সৌম্য সালেক
আপডেটঃ জুন ১৬, ২০২০ | ১১:১৮
সৌম্য সালেক
আপডেটঃ জুন ১৬, ২০২০ | ১১:১৮
Link Copied!

প্রকৌশলী দেলোয়ার হোসেন লেখক, মুক্তিযোদ্ধা এবং ভ্রমণ প্রিয় গুণী মানুষ। একজন মানুষ তো প্রত্যেকের কাছে সমান প্রিয় হয় না, তার বহু কারণও থাকে। কিন্তু চাঁদপুরে আমার সাড়ে চার বছরের কর্মকালে যে অল্পক’জন মানুষকে সর্বদা কাছে পেয়েছি, যাদের থেকে ভালোর বাইরে মন্দ কিছু পাইনি, প্রকৌ. দেলোয়ার হোসেন তাদের অন্যতম। তাঁর সাথে সম্পর্কের বয়স অল্প হলেও সেটা ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমৃত্যু সেটা আমার ভেতরে ক্রিয়াশীল থাকবে। আজ তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, তাঁর স্মৃতি ও কর্মযজ্ঞের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

লেখক সৌম্য সালেক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রকৌশলী দেলোয়ার হোসেন।

অধ্যাপক মনোহর আলী স্যার মারা যাওয়ার পরে তাঁর সাথে অনেক কথা হয়েছে। তখন একটুও মনে হয়নি যে, খুব দ্রুত তিনিও চলে যাচ্ছেন! অবশ্য, এখন সময়টা এমন এসেছে, যে কোনও সময় নিজেও হারিয়ে যেতে পারি তবে একজন সাধু সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তাঁর কথা কখনও ভুলবো না । লোক সংস্কৃতি বিষয়ক গবেষণার জন্য তিনি জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৬ পেয়েছেন, তাঁর লেখা ‘চাঁদপুর বড় স্টেশন গণহত্যা’ বইটি গণহত্যা জাদুঘরের সিরিজ গ্রন্থমালার গুরুত্বপূর্ণ সংযোজন যা বের হয়েছিল জার্নিম্যান বুকস থেকে, এছাড়া চাঁদপুরের লোকজ সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর প্রচুর লেখা বিভিন্ন কাগজে বের হয়েছে। জানামতে, তিনিই একমাত্র ব্যক্তি যিনি চাঁদপুরের প্রতিটি গ্রামে গিয়েছেন, গ্রামের মানুষের জীবনযাত্রা দেখেছেন, লিখেছেন এবং তা নিয়ে কাজ করেছেন। নজরুল-রবীন্দ্র জয়ন্তীসহ বিভিন্ন সাহিত্যসভায় তাঁকে চমৎকার আলোচনা করতে দেখেছি। তাঁর চলে যাওয়া, চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে বড় শূণ্যতা তৈরি হয়েছে।

অনেকদিন তাঁর সাথে কালিবাড়ি থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটে এসেছি, নানা বিষয়ে দীর্ঘ-অালাপনে আর কখনও আমাদের এমন পথহাঁটা হবে না, এটা ভাবতে বড় কষ্ট হচ্ছে। তবু ‘আমরা পলকা মানুষ আর ক’দিন বাঁচি’- আজ সবাই তো মৃত্যুর দিকে আগুয়ান। ফিরে ফিরে গত জীবনের পানে চেয়ে আনমনে যখন স্মৃতি ও প্রীতির চর্চা হবে ভেতরে-বাইরে, তখনও আপনার কথা মনে হবে, আপনার মুখ ভেসে উঠবে একজন শুভকামী সুনির্ভর-সঙ্গ হিসেবে! পরজীবনে আপনার ভালো হোক, আল্লাহ আপনার আত্মাকে চিরশান্তি দান করুন। আমিন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আওয়ামীলীগকে ফিরে আসতে দেয়া হবে না: মাহফুজ আলম জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে: মোবারক হোসাইন মাজারে হামলায় জড়িতদের গ্রেফতার ও পুন:সংস্কারের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী দেশ থেকে চুরি করা টাকা দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন হাসিনা: সারজিস আলম উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান হাজীগঞ্জে মোহাম্মদপুর প্রিমিয়ার লীগ শট রাউন্ডরি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত এমন ম্যারাথন আর দেখেনি শাহরাস্তিবাসী চাঁদপুরে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৭ লেখক ইজতেমার সঙ্গে সমন্বয় করে ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন ৬০ হাজার টিসিবির কার্ড বাতিল করলো বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর এক–এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর