হাজীগঞ্জ বাজারের কসাইখানা থেকে চুরি হওয়া গাভী উদ্ধার, কসাই আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৫, ২০২০ | ১১:৫৮
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৫, ২০২০ | ১১:৫৮
Link Copied!

চুরি হওয়া গাভী মেলেছে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কসাইখানায়। পুলিশ হাবিব নামের এক কসাইকে আটক করেছে। মহসীন নামেরনআরেক কসাই পালিয়ে যায়।

সোমবার রাত ১০ টার পর গাভীটির জবাই করার উদ্দেশ্যে কসাইখানায় নিলে ওত পেতে থাকা প্রহরীরা বিষয়টি বুঝতে পারে।

পরে মালিকপক্ষকে খবর দেয়। মালিকপক্ষ এসে গাভীটি সনাক্ত করে। মালিক পক্ষ থেকে পুলিশকে খবর দিলে হাজিগঞ্জ থানা পুলিশ গাভিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় পুলিশ প্রত্যক্ষদর্শীদের অনুরোধে হাবিব নামের এক কসাইকে আটক করে এবং অন্যজন পালিয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করে।

বাচুরসহ হাজীগঞ্জ থানায় গাভী

চোরাই গাভীটি হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের অলিউল্লার। রবিবার রাতে গরু চুরি হয়।

বিজ্ঞাপন

অলিউল্লাহ ছেলে রাসেল বলেন, মাত্র দুইদিন হয়েছে গাভীটি বাচুর দিয়েছে। আমরা সবাই মর্মাহত হয়ে পড়ি।পরে ফেসবুকে ভিডিওর মাধ্যমে আমরা দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারই সূত্রে আমরা এসে গাভীটি সনাক্ত করেছি।

উদ্ধার হওয়া হওয়া গাভী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গরু জবাই করার উদ্দেশ্যে হাজীগঞ্জ বাজারের কসাইখানায় আনা হয়। তখন মহসিন নামের এক কসাই পরিবারের সদস্য এখানে উপস্থিত ছিলেন। যখন মালিকপক্ষ পুলিশ-প্রশাসন উপস্থিত হবে খবর পায় তখন সে পালিয়ে যায়। কিন্তু ওর সাথে থাকা হাবিব নামের আরেক কসাইকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, গাভী চুরির মামলা প্রক্রিয়াধীন। মামলায় আসামি হিসেবে দুজনকে নামীয়সহ অজ্ঞত কয়েকজন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস