![](https://popularbdnews.net/wp-content/uploads/2023/08/moon.gif)
হাজীগঞ্জ বাজারের রয়েল মার্কেটের মালিকের ইন্তেকাল
![](https://popularbdnews.net/wp-content/themes/Mega%20News/pitw-assets/pitw-image/user_default.png)
![](https://popularbdnews.net/wp-content/uploads/2020/06/received_307076846986829-600x337.png)
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2022/05/হলি-কেয়ার.jpg)
হাজীগঞ্জ বাজারের রয়েল মার্কেটের মালিক আলহাজ্ব গাজী মোঃ আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2022/12/9.jpg)
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2023/12/gsat.jpeg)
তিনি শনিবার ভোর ৫টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাজিগঞ্জ তৃপ্তি হোটেলের উপরে নিজস্ব বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2023/10/medinova.gif)
শনিবার বাদ জোহর হাজিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খটরা বিলওয়াই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গাজী আব্দুল লতিফ হিসেবে রেজিস্ট্রার হিসেবে চাকরি করেন এবং তিনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একজন বিশিষ্ট নেতা হিসেবে পরিচিত ছিলেন।
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2023/08/gggg.gif)
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক,আলহাজ্ব গাজী মোঃ আব্দুল লতিফ মিয়া জীবদ্দশায় বহু সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মধ্যে উল্ল্যেখযোগ্য
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,খাটরা, মসজিদে আল আছ্ এর মোতয়াল্লী,খাটরা রেফায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের খাদেম ছিলেন।
তিনি হাজীগঞ্জ বাজারের রয়েল রওশন সুপার মার্কেট ও মক্কা মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী।
তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান জীবনের বাবা। তার মৃত্যুতে রয়েল মার্কেটের ব্যবসায়ীরা ও বিশিষ্টজনরা শোক জানিয়েছেন।
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2022/07/sads.jpg)