যেভাবে হাজীগঞ্জে করোনা বা উপসর্গে মৃতদের দাফনে যোগাযোগ করবেন
হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। তাই দাফন এবং সৎকার করতে গিয়ে বিভিন্ন অসুবিধা এবং সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
সেদিক বিবেচনা করে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া পদক্ষেপগুলো জেনে নিন-
মৃত্যুবরণকারী ব্যক্তিগণের দাফন এবং সৎকার কাজ যাতে সঠিক,স্বাস্থ্যসম্মত এবং ধর্মীয় পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে হতে পারে,সে লক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক দাফন এবং সৎকার কমিটি গঠন করা হয়েছে। কমিটির রুপরেখা নিম্নে দেয়া হল।
★দাফন এবং সৎকার উভয় ক্ষেত্রেই
প্রধান সমন্বয়কারী-
জনাব হাছান মজুমদার,ফিল্ড সুপার ভাইজার,ইসলামিক ফাউন্ডেশন, হাজীগঞ্জ ০১৮১৮৫৭৯১৬৪।
★সহযোগী সমন্বয়কারী-
জনাব জসিম উদ্দিন মজুমদার,স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,হাজীগঞ্জ ০১৭১৫৯৮৯২৪৮।
★দাফনের জন্য ২জন মহিলা সদস্যসহ মোট ৪টি টিম গঠন করা হয়েছে।
★সৎকারের জন্য ৩টি টিম গঠন করা হয়েছে যাতে সমন্বয়ক হিসেবে আছেন
জনাব রিটন চন্দ্র সাহা,পৌর কাউন্সিলর,হাজীগঞ্জ পৌরসভা ০১৬৪৩৬১৫৯৩৯।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, দাফন এবং সৎকার কাজে নিয়োজিত ব্যক্তিগণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী পিপিই, গ্লাবস, মাস্ক, জুতা,জীবানুনাশক এবং স্প্রে মেশিন সহ যাই প্রয়োজন সব কিছুই উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরবরাহ করা হচ্ছে। যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই মহৎ কাজ করে যাচ্ছেন তাদের নিরন্তর ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং স্যালুট জানান তিনি।