আইসোলেশনে বলাখালের এক ব্যক্তির মৃত্যু
হাজীগঞ্জ পৌর বলাখাল ২নং ওয়ার্ডের নুরুল আমিন (৪৫) কিডনী ডেমেজ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টায় চাঁদপুর সদর হাসাপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ ৬মাস যাবত অসুস্থ ছিলেন।
বুধবার রাত ১০টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি হাজীগঞ্জ বাজারের রজনীগন্ধা মার্কেট কোন এক দোকানের কর্মচারী
স্থানীয় বাসিন্দা মো.বিল্লাল হোসেন পপুলার বিডিনিউজকে জানান, নুরুল আমিন গত দু’বছর যাবত অসুস্থ ছিলেন। ইদানীং ৬মাস ধরে অসুস্থতার মাত্রা বেড়ে গেছে। তার দু’টি কিডনী ডেমেজ এবং ডায়াবেটিক ১৯এর উপরে ছিলো। বুধবার রাতে প্রচণ্ড জ্বর নিয়ে চাঁদপুর সদর হাসাপাতালে নেয়া হয়। ওই হাসাপাতালে তার করোনা নমুনা সং গ্রহ করা হয় রির্পোট আসলে জানা যাবে।
জানা গেছে, নুরুল আমিনের বাবা সিদ্দিকুর রহমান তিনিও ভীষণ অসুস্থ।