কচুয়ায় ষড়যন্ত্রের শিকার ইউপি সদস্য বিউটি

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৫, ২০২১ | ৯:৩৭
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৫, ২০২১ | ৯:৩৭
Link Copied!

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শাহিনুর আলম বিউটির বিরুদ্ধে ষড়যন্ত্রের খবর উঠে এসেছে।

বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃকালীন ও বিধবা ভাতার কার্ড নিয়ে আর্থিক লেনদেনের সঠিক কোন তথ্য বা স্বাক্ষী  মেলেনি।

সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা বলেন, বিগত দশ বছর ধরে এখানে বিউটি মেম্বার সবার জন্য সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, আগের যিনি মেম্বার ছিল তার কাছ থেকে কোন রকম সহযোগিতা পায়নি। কিন্তু বিউটি মেম্বার আমাদের মেয়ের মতো আমরা যখনই যে বিপদ আপদে পরি না কেন ,তার কাছে গেলে তিনি আমাদেরকে সর্বত্র বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

গ্রামের পুরুষ মেম্বার মোঃ মোবারক হোসেন তার বক্তব্যে বলেন, বিষয়টি শুনেছি। তবে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা অসহায় মানুষের মাঝে সরকারি ভাবে যে ভাতার কার্ডের তালিকা আসে তা সকলের মধ্যে সঠিক তথ্য সংগ্রহ করে বিতরণ করা হয়। এতে করে কোন রকম আর্থিক লেনদেনের সুযোগ নেই। একটি মহল এ ব্যাপারে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু তদন্ত সপক্ষে সত্যতা নিশ্চিত করার দাবী তার।

 

এদিকে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শাহিনুর আলম বিউটি তার বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগ (ফেইসবুক) ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আমাকে নিয়ে একটি মহল আমার মানসম্মান হেয় করার জন্য এ ধরনের মিথ্যা অপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি যদি কোন রকম অনিয়ম-দুর্নীতি করে থাকি তাহলে তা প্রশাসনিক ভাবে সঠিক তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, তার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা ভারতে আছেন থাকবেন রাতেই কুমিল্লা’সহ দশ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দুই ঈদে ১১ দিন ও দুর্গাপূজায় ছুটি মিলবে দুই দিন ১৫ বছর দেশের সব মানুষ নির্যাতিত ছিল: জামায়াত আমির স্বামীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন মতিয়া চৌধুরী চাঁদপুর কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হালাল উপার্জন অল্প হলেও বরকত থাকে: মিজানুর রহমান আজহারী পল্লী বিদ্যুৎ কর্মীদের ব্ল্যাকআউট, ‘কমপ্লিট শাটডাউনের’ আলটিমেটাম চাঁদপুরে ২৬ জেলে আটক: ১৭ জনের একমাসের কারাদণ্ড  ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ সাকিবকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা বঙ্গবন্ধুকে জাতির জনক মানা নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ঢাবি ক্যাম্পাসে হেঁটে হেঁটে গ্রাফিতি দেখলেন ড. ইউনূস সম্পত্তিগত বিরোধ: মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত চাঁদপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা চাঁদপুরে ১৫ দিনে সাপের কামড়ে আহত অর্ধশত, একজনের মৃত্যু  এক দফা দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আন্দোলন হাজীগঞ্জের বড়কুল পুর্ব ইউনিয়ন আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা ও কার্যকরি কমিটি গঠন হাজীগঞ্জে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার ও লাইসেন্স নবায়ন না করায় তিন প্রতিষ্ঠানে জরিমানা হাজীগঞ্জে গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে শিশু’সহ দুই জনের মৃত্যু