কচুয়ায় ষড়যন্ত্রের শিকার ইউপি সদস্য বিউটি

জুন ১৫, ২০২১ | ৯:৩৭ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট , পপুলার বিডিনিউজ

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শাহিনুর আলম বিউটির বিরুদ্ধে ষড়যন্ত্রের খবর উঠে এসেছে। বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃকালীন ও বিধবা ভাতার কার্ড নিয়ে আর্থিক লেনদেনের সঠিক কোন তথ্য বা স্বাক্ষী  মেলেনি। সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা বলেন, বিগত দশ বছর ধরে এখানে বিউটি মেম্বার সবার জন্য সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, আগের যিনি মেম্বার ছিল তার কাছ থেকে কোন রকম সহযোগিতা পায়নি। কিন্তু বিউটি মেম্বার আমাদের মেয়ের মতো আমরা যখনই যে বিপদ আপদে পরি না কেন ,তার কাছে গেলে তিনি আমাদেরকে সর্বত্র বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করে যাচ্ছেন। গ্রামের পুরুষ মেম্বার মোঃ মোবারক হোসেন তার বক্তব্যে বলেন, বিষয়টি শুনেছি। তবে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা অসহায় মানুষের মাঝে সরকারি ভাবে যে ভাতার কার্ডের তালিকা আসে তা সকলের মধ্যে সঠিক তথ্য সংগ্রহ করে বিতরণ করা হয়। এতে করে কোন রকম আর্থিক লেনদেনের সুযোগ নেই। একটি মহল এ ব্যাপারে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু তদন্ত সপক্ষে সত্যতা নিশ্চিত করার দাবী তার।   এদিকে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শাহিনুর আলম বিউটি তার বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগ (ফেইসবুক) ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আমাকে নিয়ে একটি মহল আমার মানসম্মান হেয় করার জন্য এ ধরনের মিথ্যা অপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি যদি কোন রকম অনিয়ম-দুর্নীতি করে থাকি তাহলে তা প্রশাসনিক ভাবে সঠিক তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে। তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, তার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি কামনা করছি।