দুস্থদের পাশে চলচ্চিত্র শিল্পীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:০০
Link Copied!

সারা দেশ যখন করোনাভাইরাসের কবলে আতঙ্কগ্রস্ত তখন সাধারণ মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন ঢালিউড তারকারা। কেউ মাস্ক বিতরণ করছেন, কেউ খাবার দিচ্ছেন। চলচ্চিত্রের দুস্থ শিল্পীদের সহায়তা করছেন কেউ কেউ।

অনন্ত জলিল

দুস্থদের সেবা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে অনন্ত জলিল বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। করোনা মোকাবিলায় তিনি এর আগেও সাহায্য সহযোগিতা করেছেন। এবার করোনার কারণে বেকার হয়ে পড়া শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে ২২০ জন বেকার শিল্পীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। শুক্রবার তিনি তাদের কাছে সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছেন।

বিজ্ঞাপন

অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুস্থ শিল্পীদের সহায়তার জন্য আমার পক্ষ থেকে সাধ্যমতো সাহায্য করেছি। আমার এ কাজে সাহায্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। ইচ্ছে ছিল অনুষ্ঠান করে তাদের কাছে পাঠানোর। লকডাউনের কারণে সেটা পারিনি। গাড়ি পাঠিয়ে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছি।’

চিত্রনায়িকা পপি

জনপ্রিয় চিত্রনায়িকা পপি রয়েছেন খুলনায়। সেখানেই তিনি দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন। পপি বলেন, ‘সাধারণ মানুষরা অনেকেই এসব সামগ্রী কিনতে পারে না। তাই আমার সাধ্যমতো সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছি।’

বিজ্ঞাপন

মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত ডাক্তারি পাস করেছেন। ডাক্তারদের একটি ফোরামের মাধ্যমে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্যোগ নেন ‘চিনিবিবি’খ্যাত এ নায়িকা। গত বুধবার সকাল ৯টায় শাহবাগে সাধারণ মানুষদের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও বিতরণ করেন তিনি।

অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন, ‘আমি চলচ্চিত্রে কাজ করি সাধারণ মানুষদের বিনোদন দেওয়ার জন্য। আমি ডাক্তার, মানুষকে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছি। যাদের জন্য সারা বছর কাজ করি, তারা আজ সমস্যায় পড়েছে, সুতরাং পাশে দাঁড়াতেই হবে। এখন আমরা এসব বিতরণ করছি। আমাদের ইচ্ছে আছে, দেশের এ পরিস্থিতিতে আমরা রোগীদের চিকিৎসাসেবা দেব। করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে আমি প্রস্তুত। এরই মধ্যে কয়েকটি হাসপাতালে কথা বলেছি।’

তানহা তাসনিয়া ইসলাম

‘ধূমকেতু’, ‘ভোলা তো যায় না তারে’খ্যাত চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম নিজের জন্মদিনের অনুষ্ঠানের বাজেটের টাকা এবার বিতরণ করেন করোনাগ্রস্ত মানুষদের মাঝে। তিনি মাস্ক, সাবান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করেন। ২৬ মার্চ বিকেলে তিনি রাস্তায় ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দুস্থ মানুষদের মাঝে বিতরণ করেন।

তানহা বলেন, ‘প্রতিবার তো বেশ ঘটা করে জন্মদিন পালন করি। এবার ভাবলাম ঘটা করে জন্মদিন পালন না করে এই টাকাটা গরিবদের মাঝে বিতরণ করব। সে লক্ষ্যেই করোনার এ সময়ে দুস্থদের জন্য নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করেছি।’ তিনি আরও বলেন, ‘ফেইসবুকে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বড় কথা না বলে সবার উচিত সাধ্যমতো সবার পাশে দাঁড়ানো। আমার সামর্থ্য অনুযায়ী যা পেরেছি আমি তা দিয়েছি। আমরা যারা একটু সচ্ছল আছি তাদের সবার উচিত দেশের এই খারাপ সময় নিজেদের জায়গা থেকে এগিয়ে আসা।’

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তৃণমূলের কর্মীরাই বিএনপি’র অমূল্য সম্পদ: শরীফ মো. ইউনুস শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক, চালকদের সাথে পুলিশের  মতবিনিময় ফরিদগঞ্জের শাশিয়ালী মাদ্রাসার ৯৬তম বার্ষিক মাহফিল চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো ফরিদগঞ্জে আকস্মিক আগুনে পুড়লো বসতঘর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় বাংলাদেশের মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু