জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ৪:৩৩
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ৪:৩৩
Link Copied!

সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছে এএফপি।

হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, ভাষণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। তবে প্রাধান্য পাবে সদ্য শেষ হওয়া নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর।

বুধবার শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; ফলাফলও ইতোমধ্যে প্রকাশিত। নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮২৭টি সাধারণ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৮৮১টি সাধারণ ভোট।

বিজ্ঞাপন

এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির তৎকালীন প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।

এবারের নির্বাচনেও জো বাইডেনের সঙ্গে তার দ্বৈরথ হওয়ার কথা ছিল; কিন্তু গত জুলাই মাসে বাইডেন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে প্রার্থী করে ডেমোক্রেটিক পার্টি।

২০২০ সালের নির্বাচনের ফলাফল অবশ্য একেবারেই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছিলেন তিনি। এমনকি ২০২১ সালের ৬ জানুয়ারি যখন বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ অধিবেশন বসেছিল, সেখানে নজিরবিহীন হামলা চালিয়েছিল কয়েক শ উগ্র ট্রাম্প সমর্থক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী, হোয়াইট হাউসে যখন নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান হয়, সে সময় উপস্থিত থাকেন বিদায়ী প্রেসিডেন্ট; কিন্তু বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিতি ছিলেন ট্রাম্প।

বাইডেন অবশ্য ট্রাম্পের পথে হাঁটেননি। বিজয় নিশ্চিত হওয়ার পর টেলিফোনে তিনি শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্পকে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন এবং হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন।

সূত্র : এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যু  হাজীগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক নন্দীতা দাস রাজারগাঁও হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসার ২ দিন ব্যাপী মহা সম্মেলন হাইমচরে শীতবস্ত্র পেলেন পাঁচ শতাধিক শীতার্থরা যেই প্রতিবেদনে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন মনিরুজ্জামান বাবলু হাজীগঞ্জে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান আজ ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার লক্ষ্মীপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন পাইকদীতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরষ্কার পাচ্ছেন ছয়জন হাজীগঞ্জে ৪০ দিন ফজরের জামায়াতে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ বিএনপির সভাপতি হয়ে ফুলেল সংবর্ধনা পেল প্রফেসর কুদ্দুস হাজী ইউনুস মাহমুদকে কুয়েত প্রবাসী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা বিএনপি ভদ্রতার রাজনীতিতে বিশ্বাসী —- ইঞ্জিনিয়ার মমিনুল হক ফুলেল শুভেচছা জানালেন ১ নং ওয়ার্ড বিএনপি শাহরাস্তিতে  উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সংসদের সম্মেলন হাজীগঞ্জে ইউএনও’র কম্বল বিতরন কোন রকম অপরাধে জড়ানো যাবেনা – ইঞ্জিনিয়ার মমিনুল হক