রাজারগাঁও হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসার ২ দিন ব্যাপী মহা সম্মেলন

জানুয়ারি ১১, ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর , পপুলার বিডিনিউজ

চাদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের মাঠে গত ৯ও ১০ জানুয়ারী ২দিন ব্যাপী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে । ২দিনের মাহফিলের সভাপতিত্ব করেন ঢাকা মিরপুর ডিএইচএস কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা টাইলস হাউজের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খান। ১ম দিন বয়ান করেন মুহাদ্দিস মাওলানা রফিক উল্যাহ আফসারী, মুফতি ফেরদাউসুর রহমান নারায়ণগন্জ, কুমিল্লা যুব উন্নয়নের প্রশিক্ষক হাফেজ মাওলানা হাসানুজ্জামান, মাওলানা মারুফ হোছাইন চট্টগ্রাম, দ্বিতীয় দিন বয়ান করেন উজানীর পীর আল্লামা ফজলে এলাহী, মুফতি রিজওয়ান রফিক গাজীপুর, মুফতি ইয়াহিয়া ত্বকী গাজীপুর, মাওলানা হাফিজ আহমেদ আনসারী, চাঁদপুর, মাওলানা ইমরান হোছাইন। মহা সম্মেলনে পারিচালনা করেন হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান।