চাঁদপুরে ১৫ দিনে সাপের কামড়ে আহত অর্ধশত, একজনের মৃত্যু 

অক্টোবর ১৬, ২০২৪ | ৫:০৭ অপরাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর , পপুলার বিডিনিউজ

বর্ষার শেষ মৌসুমে চাঁদপুরে বিষধর সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে সাপে কাটা রোগীরা চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত এক অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অর্ধশত সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুসহ ১১ জন সাপের কামড়ে আক্রান্ত হয়।
বুধবার দুপুর পর্যন্ত ১১ জন চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে যান। তাদের মধ্যে একজন মারা যায়। নিহত ব্যাক্তি চাঁদপুর সদরের মহমায়া এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে বাসেদ পাটওয়ারী (৭০) । তাকে বিষধর সাপে ছোবল দিয়েছে বলে জানান চিকিৎসক।
২৪  ঘন্টায় হাসপাতালের দেয়া তথ্যমতে সাপের ছোবলে আক্রান্তরা হলেন, মতলব দক্ষিণের সাগর (৩৪), সাপদী গ্রামের মৃত নেওয়াজের ছেলে আব্দুল হাকিম (৫৬), দক্ষিণ বালিয়া বাখরপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর খান (৩২), মতলব দক্ষিন বড়দিয়া আড়ং বাজারের কাদিরের ছেলে সাগর (৩০), ফরাক্কাবাদ গুলিশা গ্রামের আব্দুর সিদ্ধান্ত রহিমের ছেলে আমিন (৫২), বাবুরহাট এলাকার মিজানুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০), চাঁদপুর সদরের সফরমালি দাসাদি গ্রামের সেলিমিয়ার স্ত্রী শাহানা (৫৭), ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের শাহজান মিয়ার স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও মতলব লানির উপজেলার ওমর গাজী (৩২)।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. বেলাল হোসেন বলেন, সাপের ছোবলের ৪/৫ ঘন্টার মধ্যে সরকারি হাসপাতালে আসতে হবে।  হাসপাতালে রাসেলস ভাইপারের কামড়ে আহত রোগী না পাওয়া গেলেও অধিকাংশরাই বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন। সাপের কামড়ে আহতদের ওজা-কবিরাজের কাছে না নিয়ে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে আসার পরামর্শ তাদের।