হাজীগঞ্জে গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে শিশু’সহ দুই জনের মৃত্যু

অক্টোবর ১৬, ২০২৪ | ১০:৪৯ পূর্বাহ্ণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর , পপুলার বিডিনিউজ

চাঁদপুরের হাজীগঞ্জে গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।   সোমবার উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামে গাছ থেকে পড়ে মো. মজিবুর রহমান (৫০) ও হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের আবুল হাসানাত (৭) নামের এক শিশু মারা যায়। গাছ থেকে পড়ে মারা যাওয়া মো. মজিবুর রহমান লোধপাড়া গ্রামের মরহুম বজলুল রহমানের ছেলে এবং পানিতে ডুবে মারা যাওয়া শিশু মো. আবুল হাসানাত সুবিদপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। এই ঘটনা স্ব-স্ব পরিবার ও নিকট আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, এ দিন বিকালে মজিবুর রহমান বসতঘরের পাশে ডাল কাটতে গাছে উঠেন। এসময় অসাবধানতাবশত তিনি পা পিছলে গাছ থেকে পড়ে বসতঘরে চালে এবং চাল থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন বিকালে বাড়িতেই খেলাধূলা করছিলো শিশু আবুল হাসানাত। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে এবং সে ঘরে ফিরে না আসাই পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন খুঁজতে বের হন। একপর্যায়ে নিজ বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম বলেন, হাসপাতালে আমরা মজিবুর রহমান ও শিশু হাসানাতকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার পূর্বেই তারা মারা গেছেন।