ডুবে গেছে রাস্তা, ভেসে গেছে মাছ : বিপাকে খেটে খাওয়া মানুষ 

আগস্ট ২২, ২০২৪ | ১০:০৫ পূর্বাহ্ণ
খালেকুজ্জামান শামীম চাঁদপুর , পপুলার বিডিনিউজ

গত দুই দিনের টানা বুষ্টিতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পানি বৃদ্ধি পেয়ে  ছোট ঘাট রাস্তা ঘাট ডুবে গেছে। পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ম আয়ের মানুষ। ভেসে গেছে অনেক মাছের গের। চাঁদপুর আবহাওয়া অফিস জানিয়েছে এবার ৭২ মি:  মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণে হাজীগঞ্জ উপজেলার বহু মাছের গের ভেসে বলে নিশ্চিত করেছে হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া। তিনি জানান, আমরা চাষীদের খোঁজ খবর নিচ্ছি।
হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানিয়েছেন, পানির কারনে সাক সবজি জাতীয় ফসল নস্ট হয়েছে। তবে অফিস থেকে চাষীদের খোঁজ নেয়া হচ্ছে।
হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন জানান, আমার কোথােও কোন ধরনের ক্ষতি হয়েছে কি না জানান জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রাখছি।